কমলগঞ্জে চলমান বিধিনিষেধ অমান্য করায় জরিমানা fines for breaking lockdown rules

fines for breaking lockdown rules

মৌলভীবাজারের কমলগঞ্জে লকডাউন চলাকালে বিধিনিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে ১৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কমলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী।

মঙ্গলবার সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত কমলগঞ্জের ভানুগাছ বাজার ও শমশেরনগর বাজারে এই অভিযান হয়। অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানকালে বিধিনিষেধ অমান্য করে অযথা ঘুরাফেরা, মাস্ক না পরা, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোসহ বিভিন্ন অপরাধে ১৯টি মামলায় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৪ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad