কেন এত হিংসা ঘৃণা ধর্মের প্রতি আপনাদের পিংকু দাস

Pinku Das

সাংবাদিক পিংকু দাস বলেন কেনো এত হিংসা ঘৃণা হিন্দু ধর্মের প্রতি আপনাদের ?আমি ইকবালকে কিছু বলতে চাই না আমি বলতে চাই যারা এই ধর্মটাকে ঘৃণা করেন তাদের।  আমার প্রশ্ন একটাই আপনারা কেনো এই ধর্মকে ঘৃণা করেন?এক সাথে খুব সুন্দর ভাবে আমরা সবাই বসবাস করে আসছিলাম,আমরা আপনাদের এতটাই ঘৃণার পাত্র আমরা একটি বার ও বুঝতে পারি না।তবে এখন আমরা বুঝতে পারছি।আমি নিজে ইসলামের ইতিহাস নিয়ে পড়েছি,আমার অধিকাংশ বন্ধুরা মুসলিম ,এক সাথে শুক্রবারে গুরতে গেলে তারা জুম্মার নামাজ পড়ত আমি নিজে বাহিরে দ্বারিয়ে থাকতাম।আবার অনেক মুসলিম বন্ধুদের নিয়ে আমাদের পুজা উৎসবে তাদের নিয়ে যেতাম।একটা মুসলিম বন্ধুর বিয়ে হলে আমরা দাওয়াত খেয়ে আসি আর হিন্দু বন্ধুর বিয়ে হলে মুসলিম বন্ধু দাওয়াত খেয়ে যায়।মসজিতে আজানের আগে পুজার অনুষ্ঠানের মাইক বন্ধ করে দেওয়া হয়।কতই না সুন্দর ছিল এই পথ চলা,,কিন্তু এই সুন্দর পথ চলায় কিছু উগ্রবাদিদের  হিংসা ঘৃণা হচ্ছিল।

কুমিল্লার বিষয় টা ভালো করে না যেনে না বুঝে আপনারা যে ভাবে সারা দেশে প্রতিমা,মন্দির,হিন্দুদের বাড়ি ঘর দোকান ভাংচুর করলেন।আপনারা এখন বলেন দোষ করল আপনাদের ধর্মের মানুষ। আর আপনারা আক্রমন করলেন সারা দেশের হিন্দুদের উপর।এবং দেশে একটা বিশৃস্খলা তৈরি করলেন।আমি জানি আপনারা হিংসা আর ঘৃণার কারনে প্রতিমা,মন্দির,হিন্দুদের বাড়ি ঘর দোকান ভাংচুর করেছেন।যদি এই হিংসা আর ঘৃণা না থাকত তা হলে প্রশাসনকে বিষয় টা তন্তদ করা সময় দিতেন আপনারা এই সময় টুক প্রশাসনকে দিলেন না।

এখানে আপনাদের শুধু একা দোষ না আপনাদের ব্যবহার করছিল এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীরা ।

আপনারা বলেন কোনো ব্যক্তিকে দোষী প্রমাণ না করে তাকে আক্রমন করা ইসলামের কোন জায়গায় লেখা আছে?

যারা হিন্দুদের প্রতিমা,মন্দির,দোকান,বাড়ি ঘর ভাংচুর করেছেন তাদের বলছি আপনারা এই দেশে শান্তি চান না।স্বাধীন দেশে আপনাদের মত কিছু উগ্রবাদিরা বিশৃস্খলা তৈরি করতে চায়।তবে আপনারা সফল হতে পারবেন না। কারন আমাদের দেশের প্রশাসন খুব কঠোর অবস্তানে রয়েছে।

আমারা স্বাধীন দেশের মানুষ আমাদেরে দেশে যদি কোনো ব্যক্তি অপরাধ করে থাকে তার বিচার দেশের প্রশাসন ও আদালত করবে।আজ ইকবাল হোসেনকে প্রশাসন গ্রেফতার করেছে তাই বলে কী তার বাড়িতে গিয়ে তার মা বাবা বাড়ি ঘরের উপর আক্রমন করবেন অবশ্য না।কারন সে অপরাধ করেছে তার সর্বোচ্চ শাস্তি আদালত থাকে  দিবে।

হিংসা ঘৃণা মানুষকে খারাপ পথে নিয়ে যায় তাই হিংসা ঘৃণা ভুলে দেখুন আমরা সবাই সুন্দর ভাবে জীবন যাপন করতে পারব।

বঙ্গবন্ধুর কন্যা  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগীয়ে নিয়ে যাচ্ছেন আমরা আজ উন্নয়নশীল দেশের সাথে তাল মিলিয়ে চলতে পারছি শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারনে ।আর আপনারা এক দল দেশে বিশৃস্খলা তৈরি করে দেশকে পিছনের দিখে টানছেন দয়া করে এসব বন্ধ করুন।

লেখক সাংবাদিক পিংকু দাস

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad