প্রাথমিক বিদ্যালয় খুলবে ২ মার্চ ২০২২ তারিখে। করোনার কারণে বন্ধ থাকা প্রাথমিকের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস আগামী ২ মার্চ থেকে শুরু হচ্ছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।
মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের সশরীরে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হলেও প্রাইমারি স্কুল খুলবে ২ মার্চ ২০২২ তারিখ থেকে।
ডা. দীপু মনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা না থাকায় প্রাথমিকের শিক্ষার্থীদের এখনও টিকার আওতায় আনা যায়নি। তবে এরই মধ্যে ১২ এর কম বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর দেখছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে তাদেরও টিকার আওতায় আনা হবে।
তিনি বলেন, সংক্রমণ দ্রুত নিচের দিকে নামছে। এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। তাই আমরা আরও কিছুদিন অপেক্ষা করব। ২২ ফেব্রুয়ারি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খোলার ১০ দিন বা দুই সপ্তাহ পর আমরা প্রাথমিকের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে নিয়ে আসতে পারব বলে আশা করছি।
শিক্ষামন্ত্রী বলেন, করোনার কারণে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে পাঠদান বন্ধ রয়েছে। কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি কমিটির সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। সে অনুযায়ী ২২ ফেব্রুয়ারি থেকে স্কুল-কলেজে সশরীরে পাঠদান শুরুর পর ২ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস (১ম থেকে ৫ম শ্রেণি) হবে
দীপু মনি বলেন, সশরীরে পাঠদানের ক্ষেত্রে কঠোর স্বাস্থ্যবিধি মানতে হবে। আমরা ক্লাসের সংখ্যা আগের মতোই কম রাখব। আস্তে আস্তে পরিস্থিতি অনুযায়ী বাড়ানোর চেষ্টা করব।
The primary school will open on March 2, 2022. Physical classes for primary students who are closed due to corona will start from March 2. The Ministry of Primary and Mass Education has taken this decision.
Secondary and higher-secondary level educational institutions and university level physical classroom teaching activities will start from 22nd February, but the primary school will be open from 2nd March 2022.
Dr. Dipu Moni said primary students could not be vaccinated yet due to lack of guidelines from the World Health Organization. However, in the meantime, initiatives have been taken to vaccinate students under the age of 12. The matter is being looked into by the Ministry of Health and the Department of Health. They will also be vaccinated if approved by the World Health Organization.
He said the infection is rapidly declining. The National Technical Advisory Committee hopes that this trend will continue. So we will wait a few more days. We hope to be able to bring elementary students into the classroom after 10 days or two weeks of school-college-university opening on 22nd February.
The education minister said that due to Corona, physical education in educational institutions has been stopped till February 21. We had a meeting with the National Technical Committee on Covid-19. According to him, after starting physical education in school-college from 22nd February, there will be primary school classes (1st to 5th class) from 2nd March.
Dipu Moni said that strict hygiene rules have to be followed in case of physical teaching. We will keep the number of classes as low as before. I will try to increase it gradually according to the situation.