‘সেইফটি সোশ্যাল অর্গানাইজেশন' এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

Free blood group diagnosis at the initiative of ‘Safety Social Organization’

১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেইফটি সোশ্যাল অর্গানাইজেশন’।

খালেদুর রহমান এর অর্থায়নে আজ সকালে সিলেটের দক্ষিণসুরমার কামাল বাজারস্থ আয়েশা মনোয়ারা (রাঃ) মেমোরিয়াল দাখিল মাদ্রাসায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এই কর্মসূচির মাধ্যমে  প্রায় ৩ শতাধিক নারী, পুরুষ, শিশু ও বয়োবৃদ্ধের রক্তের গ্রুপ নির্ণয় এবং রক্তদান বিষয়ক সচেতনতা বিবৃতি প্রদান করা হয়।

এই সময় সংগঠনের সদস্য মুহিবুর রাহমান সোয়েব বলেন, রক্তের সমস্যা সমাধান ও মানুষ কে স্বেচ্ছায় রক্তদানে  উৎসাহিত করার লক্ষেই কাজ৷ করে যাছেন উনাদের সংগঠন,রক্তে যে হেতু তৈরি করা যায় না,কোন মুমূর্ষু রোগীর জন্য  রক্তের প্রয়োজন হলে একজন মানুষের শরীর থেকেই রক্ত দিতে হয়, তাই আমাদের সবার উচিত নিজের রক্তের গ্রুপ জানা ও মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসা। 

উক্ত কর্মসূচী পরিচালনার সময়  সময় উপস্থিত ছিলেন সেইফটি সোশ্যাল অর্গানাইজেশন সদস্য, মুহিবুর রহমান সোয়েব,কে,এইচ,ফাহিম,সালমান,সুমনা আক্তার নিজুম,তাইয়্যিবা,রিমা বেগম প্রমুখ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad