যেকোনো সময় ভাইঙা মাথার ওপর পড়তে পারে House can fall on the head at any time

‘আমাগো কিছু নাই দেইখ্যা প্রধানমন্ত্রী একখান ঘর দিছিল, কিন্তু ঠিকাদারের কাজের মান খারাপের কারণে ঘরের যে অবস্থা যেকোনো সময় ভাইঙা মাথার ওপর পড়তে পারে। পরশুদিন ৪২নং ঘর ভাইঙা পড়ার পর হইতেই আমরা আতঙ্কে আছি।’

এভাবেই আক্ষেপের সুরে কথা বলছিলেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়া সুবিধাভোগী মমতাজ বেগম। তিনি আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ঝালকাঠির রাজাপুরের ধানসিঁড়ি নদীর পাড়ে নির্মিত একটি ঘর পেয়েছেন।

গত ১৫ দিন আগে এই প্রকল্পের ৪২নং ঘরের পেছন অংশে ফাটল দেখা দিলে বারান্দাসহ তা ধসে পড়ে।

জানা গেছে, ধানসিঁড়ি নদী পাড়ে সরকারি জায়গায় নির্মিত এই প্রকল্পে ১৪টি ঘর বরাদ্দ দেয়া হয়। শুরু থেকেই স্থানীয়রা ও সুবিধাভোগীদের পক্ষ থেকে নিম্নমানের কাজের অভিযোগ করা হয়। গত এপ্রিল মাসে সুবিধাভোগীদের কাছে ঘরগুলো হস্তান্তর করে উপজেলা প্রশাসন।

সরেজমিনে গেলে সুবিধাভোগীরা অভিযোগ করেন, এই প্রকল্পের ১৪টি ঘরের প্রায় আটটি ঘরে সংস্কারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। প্রত্যেকটি ঘরের মেঝে ফেটে গর্তে পরিণত হয়েছে। কয়েকটি ঘরের সামনের পিলার ভেঙে পড়েছে, দেয়ালের পলেস্তারা খসে পড়ছে। টিনের ছাউনি দিয়ে ভেতরে পানি প্রবেশ করে। এখন পর্যন্ত বাসানো হয়নি টিউবওয়েল।

এই প্রকল্পের আরও এক বাসিন্দা আ. রহিম বলেন, ‘এতদিন এদিক-ওদিক থাকার পর মাথা গোঁজার একটু ঠাঁই পাইলেও মাত্র তিন মাসে ঘরের বিভিন্ন জায়গায় ফাটল ধরে ভাঙা শুরু হইছে। মনে হয় আর তিন মাস পর এই ঘরে থাকার অবস্থা থাকবে না।’ প্রধানমন্ত্রীর এই সুন্দর উদ্যোগকে যারা প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন তাদের বিচার দাবি করেন তিনি।

এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনিরসহ স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজেই সবকিছু করেছেন।

এ ব্যাপারে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন বলেন, ‘প্রকল্পের কাজ শেষ হওয়ার পর আমরা জেনেছি ৪২নং ঘরের নিচে একটি ডোবা ছিল। তাই আমরা ঘরটি কোনো সুবিধাভোগীকে হস্তান্তর করিনি। এরইমধ্যে ঘরটির পেছনের অংশ দেবে গিয়ে ধসে পড়ায় আমরা নতুন করে ধানসিঁড়ি নদীর ওই জায়গায় পাইল বসিয়ে আবার সংস্কার শুরু করেছি। সংস্কার শেষ হলে একজন সুবিধাভোগীর মাঝে ঘরটি হস্তান্তর করা হবে। এছাড়া আমরা প্রকল্পের প্রত্যেকটি ঘর পরিদর্শন করে যদি মেরামতের দরকার হয় তাহলে সেগুলো মেরামতের ব্যবস্থা করব।’

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad