টি-টোয়েন্টি খেলবেন মুশফিক! Mushfiqur will play T20!

Mushfiqur will play T20!

আগে কথা ছিল, তিনি খেলবেন না। জিম্বাবুয়ে যাওয়ার প্রায় ১৫ দিন আগে থেকেই গুঞ্জন, মুশফিকুর রহীম টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিচ্ছেন কিন্তু টেস্ট শেষ হওয়ার দু’দিন না যেতেই আজ (মঙ্গলবার) দুপুর গড়িয়ে বিকেল নামার আগে ক্রিকেট পাড়ায় হঠাৎ গুঞ্জন, সিদ্ধান্ত পাল্টেছেন মুশফিক।জিম্বাবুয়ের সাথে টি-টোয়েন্টি সিরিজেও খেলবেন ‘মিস্টার ডিপেন্ডেবল’।

খবর চাউর হয়েছে যে, মুশফিক নিজে থেকেই জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার ইচ্ছে প্রকাশ করেছেন। কেন কী কারণে মুশফিকের সিদ্ধান্ত বদল?

মুশফিক এখনও আনুষ্ঠানিক বিবৃতিতে এমন আগ্রহের কথা প্রকাশ করেননি। হারারে থেকে মুশফিককে উদ্ধৃত করে এমন কোনো বিজ্ঞপ্তি বা ভিডিওবার্তাও আসেনি। এমনকি বিসিবির কোনো দায়িত্বশীল কর্তা এ ব্যাপারে আনুষ্ঠানিক বিবৃতি দেননি।

তবে খোঁজ নিয়ে ও কথা বলে জানা গেছে প্রকৃত কারণ। আসলে ইচ্ছে করে নয়, বাধ্য হয়েই সিদ্ধান্ত পাল্টেছেন মুশফিক। আসলে পরিস্থিতিই এমন যে, তিনি যদি টি-টোয়েন্টি সিরিজ না খেলে দেশে ফিরেও আসেন, তাহলে তার পক্ষে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠেয় ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেয়া কঠিন হবে।

হাওয়া থেকে পাওয়া খবর বা গুঞ্জন নয়। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটি চেয়ারম্যান আকরাম খান আর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু দিয়েছেন এ তথ্য।

মঙ্গলবার বিকেলে গণমাধ্যেমের সাথে আলাপে আকরাম ও নান্নু জানিয়েছেন, ক্রিকেট অস্ট্রেলিয়া কড়া শর্ত বেঁধেই বাংলাদেশে আসছে। তাদের অনেক কড়াকড়ি শর্ত আছে বাংলাদেশে খেলতে আসার আগে। সেগুলো শতভাগ পূর্ণ হলেই কেবল অসিরা খেলতে ঢাকা আসবে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad