চট্টগ্রামে ইউপি সদস্যের কার্যালয়ে নির্মাণ শ্রমিকের মরদেহ Recovared body of a construction worker

Recovared body of a construction worker

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চর পাথরঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) এক নারী সদস্যের কার্যালয় থেকে নুর আলম (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনার পর অভিযুক্ত নারী ইউপি সদস্য আছিয়া বেগসহ (৫৫) মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার বাকি দুজন হলেন- কোরবান আলী (২৮) ও পারভেজ (২৩)।

চট্টগ্রামের কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় চর পাথরঘাটা ইউনিয়নের মেম্বর আছিয়া বেগমের কার্যালয় থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত আছিয়া বেগমসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মোট চারজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার আরেক আসামি নাসির আহমেদকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।’

ওসি আরও বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, লেনদেনজনিত সমস্যাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে।’

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad