নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার woman's hanging body was recovered

woman's hanging body was recovered

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সখিনা বেগম (৬২) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সখিনা পাঁকা ইউনিয়নের বাবুপুর গ্রামের হুমায়ুন আলীর স্ত্রী।

হুমায়ুন আলী জানান, তার স্ত্রী সখিনা বেশ কিছুদিন ধরে চোখের রোগসহ আরও বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। অনেকদিন থেকেই অসুস্থ থাকায় তিনি হতাশায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, ঘরে সখিনার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad