সিলেট-৩ আসন উপনির্বাচনে এগিয়ে নৌকা প্রার্থী হাবিবুর রহমান হাবিব

candidate Habibur Rahman is ahead in Sylhet-3 seat by-election

আসন্ন সিলেট-৩ আসনের উপনির্বাচন সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রচার-প্রচারণায় এগিয়ে আছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের হাবিবুর রহমান হাবিব সিলেট ৩ আসনের প্রার্থীদের মধ্যে লড়াই জমে উঠেছে। তবে কেবল মাঠের প্রচার নয়, ডিজিটাল প্রচারণাতেও এগিয়ে নৌকা প্রতীকের প্রার্থী। সবর আছেন অন্যন্যা প্রার্থীরাও। প্রার্থীদের মধ্যে ভোটাররা হাবিবুর রহমান হাবিবকে এগিয়ে রাখছেন।

সিলেট ৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব নৌকার মনোনয়ন পাওয়ায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান নৌকার সমর্থনে প্রতিদিন স্বাস্থ্যবিধি মেনে সিলেট ৩ আসনের বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ করেছেন। 

সরজমিনে ভোটারদের সাথে কথা বলে জানা যায়, সিলেট ৩ আসনে তাদের পছন্দের প্রার্থী আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রার্থী হাবিবুর রহমান।

উল্লেখ্য যে, সিলেট ৩ আসনের প্রার্থীদের ও ইসির সকল প্রস্তুতি শেষ হলেও জুলাই মাসের ২৮ তারিখ অনুষ্টিত হবার কথা থাকলেও করোনা পরিস্থিতি বিবেচনা করে আদালতের রায়ে স্থগিত করা হয় ভোট গ্রহণ।  নির্বাচন কমিশন সূত্রে তথ্য জানা গেছে, আদালতের রায়ে স্থগিত সিলেট-৩ আসনের উপনির্বাচন সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। এর আগে সিলেট-৩ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করেছে হাইকোর্ট।

প্রসঙ্গত, গত ১১ মার্চ করোনায় আক্রান্ত হয়ে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ) আসনে আওয়ামী লীগের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যান। তার মৃত্যুতে শূন্য হওয়া আসনে আগামী ২৮ জুলাই এ আসনে ভোট গ্রহণ হবে। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার। কেন্দ্র ১৪৯টি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad