করোনাভাইরাসের সংক্রমণ রোধে সিলেটে শুরু হওয়া গণটিকাদান ক্যাম্পেইনে তৃতীয় ও শেষ দিনে নগরের কেন্দ্রে কেন্দ্রে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। টিকা নিতে কয়েক ঘণ্টা পর্যন্ত লাইন ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে অনেককেই। তবে কোনও কেন্দ্রেই সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানার কোনও দৃশ্য দেখা যায়নি।
পূর্ব ঘোষিত টিকাদান কর্মসূচি অংশ হিসেবে সোমবার (৯ আগস্ট) সকাল ৯টা থেকে নগরের ২৭ ওয়ার্ডের ৮১টি কেন্দ্রে শুরু হয় টিকাদান কার্যক্রম। তবে অনেক সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভিড় করতে শুরু করেন নগরের হাজারো মানুষ।
টিকা নিতে আসা রাসেল আহমদ বলেন, সকালে টিকা কেন্দ্রে এসেছি। কিন্তু স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে স্বেচ্ছাসেবকদের তেমন আগ্রহ নেই। লাইনে একে অপরের গা ঘেঁষে রয়েছেন। এছাড়া কেন্দ্রে বিশৃঙ্খলা আর অনিয়মেরও অভিযোগ রয়েছে তার।
সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, সিলেট সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের বাগবাড়ী এলাকার বর্ণমালা সিটি একাডেমি কেন্দ্রে টিকা নিতে সকাল থেকে মানুষ ভিড় করতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়তে শুরু করে টিকা গ্রহীতার সংখ্যা। এক পর্যায়ে কেন্দ্র ছাড়িয়ে টিকা গ্রহীতার লাইন আধা থেকে এক কিলোমিটার পর্যন্ত লম্বা হয়
এদিকে সিলেট সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের চৌকিদেখিস্থ কার্যালয়ে টিকা গ্রহণে আগ্রহীদের ভিড় লক্ষ করা গেছে। তবে তাদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার কোনও বালাই ছিল না।
একই চিত্র সিলেট সিটি করপোরেশন এলাকার ২৭ ওয়ার্ডে স্থাপিত ৮১টি কেন্দ্রের অধিকাংশ কেন্দ্রে। তবে গণটিকাদান কর্মসূচিতে মানুষের ব্যাপক সাড়া ইতিবাচক হিসেবে দেখছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন বর্তমানে এমন ভিড় সামলে সবাইকে টিকা দিতে না পারলেও দ্রুত সকলের টিকার ব্যবস্থা করাটা জরুরি হয়ে দাঁড়িয়েছে।
এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, আমাদের ব্যবস্থাপনায় কোনো ত্রুটি নেই। তবে মানুষের চেয়ে টিকা কম। সরকারের নির্দেশনা মতে প্রতিটি কেন্দ্রে ২০০ থেকে ২৫০ জনকে টিকা দেওয়ার কথা। কিন্তু আমরা শনিবার প্রতিটি কেন্দ্রে ৩০০ জনকে টিকা দিয়েছি। রোববারও ২০০ জনকে দেওয়ার কথা থাকলেও ৩০০ জনকে দিয়ে সামাল দেওয়া সম্ভব হয়নি। কেননা দ্বিধা সংশয় কাটিয়ে টিকার প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। তবে হতাশ হওয়ার কিছু নেই। আমাদের কাছে পর্যাপ্ত টিকা রয়েছে। পর্যায়ক্রমে সকলকেই টিকা দেয়া হবে।