সাদা মনের মানুষ জুয়েল আহমেদ

Jewel Ahmed is a great man

বর্তমান যুগটা বড়ই যান্ত্রিক। এ যুগে মানুষ বড়ো আত্মকেন্দ্রিক। নিজের জগত নিয়ে ব্যস্ত হওয়ায় অন্যকিছু নিয়ে ভাবার সময় কারোর নেই। মানুষ যেন ভুলে গেছে গীতার সেই অমৃত বানী “যত্র জীব তত্র শিব” অর্থাৎ স্রষ্টার সৃষ্টির মধ্যেই শিব বা সৃষ্টিকর্তা বিরাজমান । আর সৃষ্টিকর্তার সৃষ্টিকে ভালবাসলেই স্রষ্টার নৈকট্য লাভ সম্ভব। স্বার্থপর পৃথিবীতে নিজস্বার্থ ছেড়ে নিস্বার্থ হওয়া সাদা মনের মানুষ পাওয়া ভার। কিন্ত এই কঠিন ব্যস্তবতায়ও কিছু মানুষ থাকে যাঁদের জন্যই বোধকরি আমরা এগিয়ে যাবার আলো দেখতে পাই। তেমনি একজন আলোকিত মানুষ ও স্থানীয় সৎ ছাত্রদল নেতা হিসাবে বেশ পরিচিত ।

কিছু না লিখলে বা না দাগ দিলে যেমন সাদা কাগজের মূল্য থাকে না, ঠিক তেমনি ব্যক্তির জীবনে মনুষ্যত্ব কাজ বা গুন প্রকাশ না হলে প্রকৃত মানুষ তাকে বলে কি? আমরা এই কলমে এমন এক মানুষকে তুলে  ধরতে চাই যার হৃদয়, কাজ, চেহারা, ব্যক্তিত্ব অতুলনীয়। 

হৃদয়টা হচ্ছে শিশুতুল্য সহজসরল, স্নেহ-ভালোববাসায় পূর্ণ। অন্যায়ের প্রতিবাদ করতে পিছুপা হননা। তিনি হচ্ছেন জুয়েল আহমেদ রাজনীতি অঙ্গনে সামজিক অঙ্গনে যিনি সবার ভালোবাসার পাত্র ।

১৯৯১ সালের ১ মার্চ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের জালালপুর গ্রামে জন্মগ্রহণ করেন জুয়েল আহমেদ। বাল্যকাল কেটেছে সেখানেই। তিনি এম.এ.ওহাব উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে জড়িত। রাজনীতি অঙ্গনেও রয়েছে অনেক অবদান। নিজের মূল্যবান সময় দিয়ে যাচ্ছেন রাজনীতিতে। 

জুয়েল আহমেদ বলেন, সুষ্ট্র ও স্বচ্ছ রাজনীতি করে যেতে চাই। ভবিষ্যতেও এইরকম স্বচ্ছ ও সুন্দর রাজনীতি করে যাবো।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad