প্রাণ ফিরছে সিলেটের পর্যটনে

Life is returning to tourism in Sylhet

করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন বন্ধ ছিলো পর্যটনকেন্দ্রগুলো। গত মার্চে করোনা সংক্রামন শুরুর পর থেকে বিপাকে পর্যটনখাত। প্রায় দেড় বছরের এই ধাক্কায় মুখ থুবড়ে পড়েছে সম্ভাবনাময় এই খাত।

করোনার  প্রকোপ এখনো কমেনি। তবে গত বৃহস্পতিবার থেকে খুলে দেওয়া হয়েছে পর্যন্তকেন্দ্রগুলো। এরপর থেকেই প্রাণ ফিরতে শুরু করেছে দেশের অন্যতম পর্যটন আকর্ষনীয় স্থান সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে।

পর্যটন কেন্দ্র খোলার পর বিপুল সংখ্যক পর্যটক ভিড় করছেন সুনামগঞ্জের টাঙ্গুয়া হাওরে। বর্ষার সময়ে জলে টুইটুৃম্বুর হয়ে উঠে হাওর। হাওর তখন দেখা দেয় অপরূপ সুন্দর রূপে। বর্ষাকাল আনুষ্ঠানিকভাবে শেষ হলেও সিলেটে এখনও প্রচুর বৃষ্টি হচ্ছে। ফলে হাওর এখনও ধরে রেখেছে যৌবন।

আর পর্যটকরাও সুযোগ পেয়েই ছুটছেন হাওরে। এছাড়া মৌলভীবাজের শ্রীমঙ্গল, কমলগঞ্জের লাউছড়া বন, সিলেটের বিছানাকান্দি-সাদাপাথরসহ বিভিন্ন পর্যটক কেন্দ্রেও প্রচুর সংখ্যক পর্যটক ভিড় করছেন।

এতে পর্যটন সংশ্লিষ্ট প্রায় হাজার হাজার ব্যবসায়ী ও নৌকার মাঝিরা স্বস্তি প্রকাশ করছেন। আর প্রকৃতির খুব কাছাকাছি যেতে পেরে খুশি আগত পর্যটকরা।

বৃহস্পতিবার (১৯ আগষ্ট) থেকেই সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাংগুয়ার হাওর ও শহীদ সিরাজলেকে প্রচুর সংখ্যক পর্যটকের সমাগম লক্ষ্য করা গেছে। পর্যটন কেন্দ্র খুলে দেয়ার পর্যটকে মুখর স্পট গুলো। নৌকা দিয়ে পর্যটকরা ছুটে যাচ্ছেন বন্ধু বান্ধব নিয়ে ঘুরে আনন্দ ভাগাভাগি করছেন।

এদিকে, স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণে আসার কথা থাকলেও বেশিরভাগ পর্যটককে তা মানতে দেখা যায়নি। একারণে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইকিং করেছেন এবং সচেতন করতে বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছেন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন নিজে পর্যটনস্পটগুলোতে গিয়ে সবাইকে সচেতন করছেন।

রাজধানী ঢাকা থেকে টাংগুয়ার হাওরে ঘুরতে আসেন আবু তাহের নামের এক পর্যটক। তিনি জানান, দীর্ঘদিন ধরে ঘরবন্দী থাকার পর মনকে একটু প্রশান্তি দিতে তারা ভ্রমণে এসেছেন। এতদিন লকডাউনের কারণে পর্যটন স্পট বন্ধ থাকায় কোথাও যাওয়া হয়নি। এখন পর্যটন কেন্দ্রে ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেয়ায় তারা বেড়াতে এসেছেন।

সরকার মিয়া জানান, দীর্ঘদিন ধরে দোকানপাট বন্ধ থাকায় পণ্য সামগ্রিতে ধুলা-বালি জমে অপরিস্কার হয়ে পড়ছিল। এখন পরিস্কার-পরিচ্ছন্ন করে দোকান খুলেছেন। করোনার কারণে দোকানপাট বন্ধ রাখায় লোকসান গুণতে হয়েছে। এ ক্ষতি পোষিয়ে উঠতে প্রায় বছর খানেক সময় লাগতে পারে। স্বাস্থ্যবিধি মেনে পর্যটন কেন্দ্র খোলা থাকলে ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়ানোর আশা করছেন তিনি।

হোটেল ব্যবসায়ীরা জানান, পর্যটন স্পট খোলে দেয়ায় ব্যবসায়ীদের মাঝে খুশির আমেজ দেখা গেছে। দোকানপাট পরিষ্কার-পরিচ্ছন্ন করে সবাই দোকানে বসেছেন। দীর্ঘদিন বন্ধ থাকায় হোটেল ব্যবসায়ীরা স্টাফ খরচসহ বিভিন্ন ব্যয়ে লোকসানের মুখ দেখছেন। তারা জানান,আমাদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ থাকায় কয়েক লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছি।

শিমুল বাগানের ফটোগ্রাফার মহিউদ্দিন জানান, করোনার কারণে দীর্ঘদিন ধরে পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় সবাইকে মানবেতর জীবনযাপন করতে হয়েছে। পর্যটন স্পট খোলায় বেশিরভাগ ফটোগ্রাফার কাজে এসেছেন।

তাহিরপুর থানা ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার বলেন, পর্যটন কেন্দ্র খোলে দেয়া হয়েছে কিন্তু স্বাস্থ্যবিধি মেনে এবং মুখে মাস্ক পড়ে পর্যটকদের ভ্রমণে আসতে হবে। অন্যথায় আমরা তাদের ফিরিয়ে দেওয়া হবে।

এ ব্যাপারে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রায়হান কবির জানান, স্বাস্থ্যবিধি অনুসরণ ও সরকারের নির্দেশনা না মেনে পর্যটকরা বেড়াতে আসলে জরিমানা গুণতে হবে। তাই উপজেলা প্রশাসন পর্যটকরা যাতে সকল নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে স্পটে আসেন সে লক্ষে প্রস্তুত রয়েছে।

এদিকে, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার জীব বৈচিত্র্যে ভরপুর লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেকসহ পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের ভিড় দেখা গেছে।

শুক্রবার দুপুর থেকে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান খুলে দেওয়ার পর থেকে সবুজ এ বন পর্যটকদের পদচারনায় মুখরিত হয়ে ওঠে। শুধু লাউয়াছড়াই নয় পর্যটকরা সেখান থেকে যাচ্ছেন মাধবপুর লেক, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিসৌধ, চা-বাগানসহ কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে।

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. The King Casino Company - Ventureberg
    It was born in 1934. The Company offers luxury gri-go.com hotels, ford escape titanium If you don't have a poker room novcasino in your house, then you'll find a poker room in the ventureberg.com/

    ReplyDelete

Top Post Ad

Below Post Ad