সাংবাদিক শাহীন আহমদ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের একজন বাসিন্দা। দৈনিক পত্রিকা সংবাদ এর কমলগঞ্জ প্রতিনিধি, এমনকি একজন সমাজসেবক হিসেবেও বেশ পরিচিত। জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয়ে আগামীতে আলীনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। জনগণের সেবা করার জন্যই চেয়ারম্যান নির্বাচন করবেন। ইউপি নির্বাচনী বিষয়ে আলাপকালে ‘খবর সারাক্ষণ’ কে এসব কথা বলেন৷
আলীনগর ইউনিয়নের বাসিন্দারের কাছ থেকে জানা যায়, এলাকায় শাহীন আহমদের রয়েছে ব্যাপক পরিচিত। তিনি একজন সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবেও পরিচিত। শুধু তাই নয়, অসহায় দরিদ্রের বন্ধু বলেও সবার মাঝে পরিচিত। যে কোন সামাজিক কাজে ছুটে অাসেন তিনি৷ এমনকি ভালো কাজকে হ্যা এবং খারাপ কাজকে না বলে থাকেন৷ সবসময় ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে কথা বলেন তিনি৷ এভাবেই মানুষের পাশে থাকার কারনে ধীরেধীরে বাড়তে থাকে সমাজে তার জনপ্রিয়তা৷ আলীনগর ইউনিয়ন বাসীদের একটাই কথা তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে পাল্টে যাবে এই আলীনগরের চিত্র। আলীনগর হবে মডেল ইউনিয়ন। আরও থাকবে না রাস্তাঘাটের কারনে ভোগান্তি। এমনকি ইউনিয়ন পরিষদ থেকে সর্বক্ষণিক নাগরিকত্ব সেবা পাবে জনগণ।
তারা জানান, সদা হাস্যোজ্জ্বল শাহীন আহমদ জনপ্রতিনিধি না হয়েও সমাজের সব কাজে সহযোগিতা করে জনপ্রিয়তায় এসেছেন। ইউনিয়নবাসীর বিপদে-আপদে শাহীনকে পাওয়া যায়। হতদরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ, গরিব মানুষের চিকিৎসাসেবাসহ বিভিন্নভাবে সহযোগিতা করে মানুষের কাছে প্রিয় ব্যক্তি হয়ে উটেছেন।
আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক শাহীন আহমদ বলেন, জনগণ চাচ্ছে বলেই আমি নির্বাচন করতে ইচ্ছে প্রকাশ করেছি। কারন জনগণের ভোট ছাড়া আমি নির্বাচনে বিজয়ী হতে পারবো না৷ তাই জনগণের সিদ্ধান্তই আমার চুড়ান্ত সিদ্ধান্ত।
তিনি অারও বলেন, আমরা মানুষ জাতি হিসেবে অন্যদের পাশে থেকে তাদের সেবা করাটা আমাদের দায়িত্ব। আগামীতে আমি ইউপি নির্বাচন করবো শুধু জনগণের জন্য। বিগতদিন থেকেই স্বপ্ন ছিল জনপ্রতিনিধি হয়ে জনগণের পাশে থাকবো৷ তাই সকলের চাওয়ায় আমি নির্বাচন করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। সবাই অামার জন্য দোয়া করবেন৷
মা/০৮/০৯