বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি চট্টগ্রাম-বরিশাল

Chittagong-Barisal in the opening match of BPL

আগে থেকেই জানা, ২১ জানুয়ারি শুরু হচ্ছে এবারের বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বঙ্গবন্ধু বিপিএল। বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ চলার কারণে বিপিএলের দিকে হয়তো নজর দেয়া সম্ভব হয়নি। এই সিরিজ শেষ হতে না হতেই বিপিএলের ফিকশ্চার প্রকাশ করেছে বিসিবি।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিপিএলের অষ্টম আসরের সূচি প্রকাশ করা হয়। যাতে দেখা যাচ্ছে, বিপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং বরিশাল ফরচুন। উদ্বোধনী দিনে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইগার্স এবং মিনিস্টার গ্রুপ ঢাকা।

২১ জানুয়ারি শুরু হওয়ার পর বিপিএল শেষ হবে ১৮ ফেব্রুয়ারি শুক্রবার। যদিও একটি দিন ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। সব মিলিয়ে ৩০ দিনে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিদিন দুটি করে ম্যাচ।

এর মধ্যে দিনের ম্যাচ প্রতিদিন শুরু হবে দুপুর সাড়ে ১২টায় এবং বিকেলের ম্যাচ সন্ধ্যা সাড়ে ৫টায়। শুধু শুক্রবারে এই সময়সূচি পরিবর্তন হবে। শুক্রবার দিনের ম্যাচ শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে। সন্ধ্যার ম্যাচ শুরু হবে সাড়ে ৬টায়।

এবারের বিপিএলে অংশ নিচ্ছে মোট ছয়টি দল। তারা হচ্ছে- মিনিস্টার গ্রুপ ঢাকা, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, বরিশাল ফরচুন, খুলনা টাইগার্স এবং সিলেট সানরাইজার্স।

বিপিএল  সময়সূচী

Chittagong-Barisal in the opening match of BPL

Tags

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. Casino Finder (Google Play) Reviews & Demos - Go
    Check Casino Finder (Google Play). A gri-go.com look at some of the https://access777.com/ best gambling jancasino sites in septcasino.com the world. kadangpintar They offer a full game library,

    ReplyDelete

Top Post Ad

Below Post Ad