চলছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি স্কোর। এরই মধ্যে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এগিয়ে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আর এক ম্যাচ জিতলেই নিশ্চিত হয়ে যাবে সিরিজের শিরোপা।
সেই মিশনে আজ (শুক্রবার) সন্ধ্যায় ৬টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অসিদের মুখোমুখি হবে বাংলাদেশ দল। যা জিতলে পঞ্চমবারের মতো একাধিক ম্যাচের সিরিজ জয়ের স্বাদ পাবে স্বাগতিকরা।
এই ম্যাচসহ সিরিজের বাকি সবগুলো ম্যাচের লাইভ স্কোর দেখার ব্যবস্থা করা হয়েছে খবর সারাক্ষণে। কম্পিউটার বা মোবাইল- উভয় ব্যবহারকারীরাই খবর সারাক্ষণে হোমপেজে ঢুকলেই দেখতে পাবেন এই সিরিজের লাইভ ।