থেমেছে বৃষ্টি চলছে মাঠ প্রস্তুতির কাজ

rain has stopped and the field preparation work is going on

বাংলাদেশের ইতিহাস গড়ার ম্যাচ। আজ (শুক্রবার) অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই দুই ম্যাচ হাতে রেখে সিরিজ জিতবে টাইগাররা। যে কোনো ফরমেটে অসিদের বিপক্ষে এটিই হবে প্রথম সিরিজ জয়।

এমন এক ম্যাচে বাগড়া দিয়েছে বৃষ্টি। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়অমে বিকেল ৪.৫০ মিনিট থেকে প্রায় আধা ঘণ্টার মতো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা গেছে। পরে কমলেও গুঁড়ি গুঁড়ি চলছিল ৫টা ২৫ পর্যন্ত। ফলে নির্ধারিত সময়ে টস করা যায়নি।

যদিও স্বস্তি মিলেছে তারপর। বিকেল ৫টা ২৫-এর পর বৃষ্টি থেমেছে। কভার সরিয়ে নেয়া হয়েছে পিচ থেকে, শুধু চট বেছানো আছে তাতে। এখন চলছে মাঠ পরিচর্যার কাজ। ২টি সুপার সপার কাজ করছে মাঠ শুকাতে।

ওদিকে ৫টা ৩৫ মিনিটে বাংলাদেশ আর ৫টা ৪৬ মিনিটে টিম অস্ট্রেলিয়া মাঠে নেমেছে শরীর গরম করতে। আশা করা যাচ্ছে, সাড়ে ৬টার দিকে খেলা শুরু করা যাবে।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad