সারাদেশে ২৪ ঘণ্টায় হাসপাতালে আরও ২১৪ ডেঙ্গু রোগী

214 dengue patients are hospitalized in 24 hours across the country

গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২১১ জন রাজধানীতে ও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন তিনজন। আর ঢাকায় ভর্তি ২১১ জন রোগীর মধ্যে সরকারি ও স্বায়ত্বশাসিত হাসপাতালে ৮৮ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৪৩ জন রয়েছেন।

এ নিয়ে সারাদেশের সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০ জনে। তার মধ্যে ৯৭২ জন রাজধানীতে ও ঢাকার বাইরে ৩৮ জন ভর্তি রয়েছেন।

এছাড়া চলতি মৌসুমে ডেঙ্গু সন্দেহে মৃত ১০ জনের তথ্য পর্যালোচনার জন্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। তবে এখনো পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যুর তথ্যই নিশ্চিত করেননি পর্যালোচনা কমিটির সদস্যরা।

শুক্রবার (৬ আগস্ট ) স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ সব তথ্য জানা গেছে।

পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ আগস্ট পর্যন্ত সারাদেশের ৪ হাজার ১১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৯৫ জন রোগী।

চলতি বছর জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং ৫ আগস্ট পর্যন্ত ১ হাজার ৪৫৭ জন রোগী ভর্তি হন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad