সিলেটে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেলো দাদা-নাতির

সিলেটের গোলাপগঞ্জে প্রাইভেটকার ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দাদা-নাতি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন। শনিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের ফাজিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিলেটের বিয়ানীবাজার মোল্লাপাড়া ইউনিয়নের পাতন উচাপাড়া গ্রামের সফিক উদ্দিন (৭০) ও তার নাতি আরিয়ান (১)।

আহতরা হলেন- একই উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের পাতন উচাপাড়া গ্রামের হুছনা বেগম (৫৫), ফাতেমা আক্তার পপি (৩০), তামান্না (২৫) ও নাসির উদ্দিন (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, বেলা ১১টার দিলে সিলেট-জকিগঞ্জ সড়কের ফাজিলপুর এলাকায় বিয়ানীবাজার থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হন আরও চারজন। খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে দুটি গাড়ি জব্দ করা হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad