সিলেট শিক্ষা বোর্ডের সচিব হলেন কবির আহমদ

Kabir Ahmed is the secretary of Sylhet Board of Education

সিলেট শিক্ষা বোর্ডের সচিব পদে (প্রেষণে) পদোন্নতি পেলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক (অর্থনীতি) মো. কবির আহমদ (৪১৯৫)।

রোববার (১০ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। অন্যদিকে, বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে সিলেট মুরারিচাঁদ (এমসি) কলেজের অধ্যাপক অরুণ চন্দ্র পালকে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আগামী ১৭ অক্টোবরের মধ্যে নিজ কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার জন্যও নির্দেশ প্রদান করা হয়। বর্তমানে তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (প্রেষণে) সিলেটে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, সিলেট শিক্ষা বোর্ডের বর্তমান সচিব (প্রেষণে) সহযোগী অধ্যাপক (ইতিহাস) মো. মোস্তফা কামাল আহমদ (৪০০১)-কে (প্রেষণ প্রত্যাহারক্রমে) মৌলভীবাজার সরকারি কলেজের সহযোগী অধ্যাপক হিসেবে বদলি করা হয়

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad