সেইফটি সোশ্যাল অর্গানাইজেশনের এর উদ্যাগে শীতবস্ত্র বিতরণ

Distribution of winter clothing at the initiative of Safe Social Organization

সেইফটি সোশ্যাল অর্গানাইজেশনের এর উদ্যাগে ৩টি ধাপে সিলেটে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) আল হিকমাহ নূরানী মক্তবে ৪৩ জন শিক্ষার্থীদের মাঝে হুডি ও শুক্রবার (১৭ ডিসেম্বর) হযরত আলী(রাঃ) জামেয়া শামসুল উলূম হাফিজিয়া নূরানীয়া মাদ্রাসা ও এতিমখানা বাইশটিলায় ৫৭ জন শিক্ষার্থীদের মাঝে হুডি এবং ৩য় ধাপে নওয়া গাঁও গোয়াইনঘাট সিলেট ১১৩ জন অসহায় শীতাতপ শিশুদের মাঝে হুডি বিতরণ করা হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেইফটি সোশ্যাল অর্গানাইজেশনের সদস্য মুহিবুর রহমান সোয়েব, রবিউক ইসলাম রবি, ইসমাঈল, মোহাম্মদ রোমান, কাজী শরিফুল ইসলাম,পিযুষ চন্দ্র বিজন, মোক্তার রসেল, মোহাম্মদ আল-আমিন সেইফটি সোশ্যাল অর্গানাইজেশনের শুভাকাঙ্ক্ষী সফি আহমেদ,ফাহাদ মাহফুজ চৌধুরী,তানিম খান ,রিপন, মিনহজ, রুমন, জহিরুল ইসলাম।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad