ইভিএমে প্রতীক খুঁজে না পাওয়ার অভিযোগ

Complaint of not finding symbol in EVM

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ইভিএম মেশিনে ভোট দিতে গিয়ে মেয়রের প্রতীক খুঁজে পাননি বলে অভিযোগ করেছেন এক ভোটার।

স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারও দাবি করেছেন, তার এক ভোটারকে হাতি প্রতীকে ভোট দিতে দেওয়া হয়নি।

১২নং ওয়ার্ডের এবিসি স্কুল ভোটকেন্দ্রে শান্তি নামে এক ভোটার অভিযোগ করে বলেন, ‘আমি কাউন্সিলরের ভোট দেওয়ার পর মেয়রের হাতি প্রতীকে ভোট দেওয়ার জন্য বাটন চাপ দেই। কিন্তু মেয়রের কোনো প্রতীক আসছিল না। কিছুক্ষণ পর দায়িত্বরত লোকজন বলে আপনার ভোট হয়ে গেছে। এনিয়ে তাদের সঙ্গে তর্ক-বিতর্ক হয়।’

এ বিষয়ে ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন খান বলেন, আমরা এমন কোনো খবর পাইনি। ওই ব্যক্তির যদি কোনো অভিযোগ থাকতো আমাকে জানাতে পারতেন।

সূত্রঃ জাগো নিউজ

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad