কমলগঞ্জে জলাশয় থেকে মহিলার লাশ উদ্ধার

Woman's body recovered from water body in Kamalganj

মৌলভীবাজারের কমলগঞ্জে জলাশয় থেকে এক মানসিক ভারসাম্যহীন মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদমপুর বাজারের কোনাগাওঁ সড়ক সংলগ্ন লন্ডনী মার্কেটের পাশে থেকে এ লাশ উদ্ধার করে পুলিশ। 
জানা গেছে, আধকানি গ্রামের আব্দুল আলীর মেয়ে আফিয়া বেগমকে (৫৫) আদমপুর বাজারে ঘুরাফেরা করতে দেখা যায়। পরে ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। 
কমলগঞ্জের থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সোহেল রানা বলেন, নিহতের পরিবার জানিয়েছে সে মৃগী রোগী ও মানসিক ভারসাম্যহীন। বাড়িতে নিয়মিত আসা যাওয়া করেনা। সাধারণ মৃত্যু হয়েছে এ জন্য লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad