কমলগঞ্জে ভারী বর্ষণ, প্লাবিত


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার  রাত ১২টা থেকে মুষলধারে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। ভারী বর্ষণ ও  উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ধলাই নদী সহ উপজেলার বিভিন্ন পাহাড়ি ছড়া সমূহে পানি বৃদ্ধি পেয়েছে। সেই সাথে উপজেলার নিম্নাঞ্চল ও প্লাবিত হয়েছে। বৃষ্টির পানি ও উজানের পাহাড়ি ঢল নামা অব্যাহত থাকলে যে কোন সময় ধলাই নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা দেখা দিতে পারে। বন্যার আশংকায় মানুষজন আতংকে রয়েছে।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভেশন অফিসার আনিসুর রহমান জানান,বৃহস্পতি বার রাত ১২টা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ৯ দশমিক ৮ মিলি মিটার এবং শুক্রবার দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৩৯ মিলি মিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। তিনি আরও জানান, এই আবহাওয়া আরও কয়েক দিন অব্যাহত থাকবে।

এদিকে ,বৃহস্পতিবার রাত থেকে অব্যাহত মুষল ধারে বৃষ্টির কারণে প্রয়োজন ছাড়া কেউই ঘরে বাইরে বের হতে পারেনি। বৃষ্টির কারণে নি¤œ আয়ের মানুষরা কাজ করতে না পারায় দুর্ভোগে পড়তে হয়েছে।

এছাড়া মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানি বাড়লে ও বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ধলাই নদীর পানি এখন ও বিপদসীমার ১৩ মিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।  তবে উজান থেকে পাহাড়ি  ঢলের পানি নামতে থাকলে ধলাই নদীতে পানি আরও বৃদ্ধি পেতে পারে। তবে আমরা সর্তক অবস্থায় আছি।

ধলাই নদীর পানি এখনো বিপদসীমা অতিক্রম না করলে বৃষ্টির পানি বৃদ্ধি পেয়ে উপজেলার কেওলার হাওড়, লাউয়াছড়া, ক্ষিনী ছড়া, ডালুয়াছড়া, লাঘাটাছড়া পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার নিচু জমিতে আবাদি আউশের জমি পানিতে তলিয়ে গেছে। পানি বৃদ্ধি পাওয়ার কারণে ফসল হানীর আশংকা করছেন কৃষকরা।

কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, বৃষ্টি ও ঢলের পানিতে নিম্নাঞ্চলের ফসলী জমিতে পানি প্রবেশ করেছে। তবে কত টুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নির্ধারণ করা হয়নি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad