টানা বৃষ্টিতে সুনামগঞ্জ-সিলেট সড়কের গোবিন্দগঞ্জ-দিঘলী এলাকা প্লাবিত হয়ে পড়েছে। এতে সারা দেশের সঙ্গে সুনামগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
তিনি বলেন, ‘বন্যার পানিতে সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-দিঘলী এলাকা প্লাবিত হয়ে পড়েছে। সেখান দিয়ে কোনো দূরপাল্লার গাড়ি আপাতত যেতে পারবে না। তবে ছোট যানবাহন, মোটরসাইকেল চলতে পারবে।’
সর্বশেষ বৃহস্পতিবার রাত ১০টায় জেলা পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্যে জানা গেছে, সুরমা নদীর পানি বিপৎসীমার ৭৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, ‘বৃষ্টি আর উজানের বৃষ্টিপাত দুটোই সুনামগঞ্জের পরিস্থিতি খারাপ করে দিচ্ছে। সুরমা নদীর পানি এখন ৭৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। রাতে তা আরও বাড়তে পারে। বন্যা পরিস্থিতি আরও অবনতি হবে।
সরজমিনে সুনামগঞ্জ পৌর শহরের মধ্যবাজার, আরপিন নগর, নবীনগর, পশ্চিম বাজার, পূর্ব নতুন পাড়া মরাটিলাসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, গেল বন্যাকেও ছাড়িয়ে গিয়েছে এবারের বন্যা। যে সড়কে বুধবার পর্যন্ত গাড়ি চলছিল সেই রাস্তায় এখন চলছে নৌকা। এছাড়া পানিবন্দি হয়ে আশেপাশের বিদ্যালয়গুলো আশ্রয় স্থানীয়রা। এবারের বন্যাকে ২০০৪ সালের বন্যার সাথে তুলনা করছেন অনেকে।
অন্যদিকে, উজানের ঢলে তাহিরপুর বিশ্বম্ভপুর উপজেলার সাথে সুনামগঞ্জ সদর উপজেলা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে একই সাথে ছাতক ও দোয়ারাবাজার উপজেলা সাথেও যোগাযোগ বিচ্ছিন্ন সদর উপজেলার।