পিংকু দাসঃ সিলেট জেলা ও নগরীতে সিএনজি অটোরিকশা ভাড়া নিয়ে নৈরাজ্য চলছে। সিলেটে বর্তমান সময় সাধারণ মানুষের কাছে ভাড়া নিয়ে আতংকের বাহনের নাম সিএনজি অটোরিকশা। জেলা বা নগরীর ভিতরে প্রতিটি জায়গায় ভাড়া বাড়ছে দ্বিগুণ তিনগুণ দেখার বা কথা বালার কেউ নেই।হাসান মার্কেট কাপড়ের দোকানে চাকরি করেন রহিম মিয়া বলেন আগে আমি ১০ টাকায় আসতাম শিবগঞ্জ থেকে এখন তারা ২০ টাকা নেয়। বেতনত বাড়ে নাই কিন্তু ভাড়া বাড়ছে তাই এখন খুব কষ্ঠে চলতে হচ্ছে।আমাদের দেখার যেনো কেউ নাই।কয়একজন সিএনজি চালকের সাথে কথা বললে তারা বলেন আগে আমরা যাত্রী নিতে পারতাম ৫ জন এখন নিতে হয় তিন জন এবং জিনিস পত্রের যে ভাবে দাম বাড়ছে আমরা ভাড়া না বাড়িয়ে চলব কী করে লছ দিয়েত আর গাড়ী চালাতে পারব না।
সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে কথা হলে তারা বলেন আমরা সিএনজি অটোরিকশা ভাড়া নির্ধারণ করতে পারব না এটা আমাদের কাজ না।সিলেট বি আর টিএ প্রকৌশলী মোঃরিয়াজুল ইসলামের কাজে সিএনজি ভাড়া নির্ধারণ করে দিচ্ছেন না কেনো এ বিষয় জানতে চাইলে তিনি বলেন সিলেটে সিএনজি ভাড়ার কোনো নীতিমালা না থাকায় আমরা ভাড়া নির্ধারণ করে দিতে পারছি না।সিএনজি অটোরিকশার নিময় হলো যাত্রীদের সাথে ভাড়ায় চুক্তিতে চলবে।তবে যাত্রীদের কাজ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার করনে আমরা খুব শীগ্রই সিএনজি নীতিমালা সিলেটে করতে চাচ্ছি এবং নিতিমালা খুব দ্রুত হবে আশাকরি।
তিনি আরো বলেন অতিরিক্ত ভাড়া দাবি করলে যাত্রীদের ও উচিত তার প্রতিবাদ করা।এখন পর্যন্ত কোনো যাত্রী আমাদের কাছে অভিযোগ নিয়ে আসেননি।জেলা নম্বার বিহীন সিএনজি চলছে এ বিষয় জানতে চাইলে রিয়াজুল ইসলাম একথায় বলেন আমরা যখন মোবাইল কোর্ট করি তখন তাদের পাওয়া যায় না।তবে আমি জানি সিলেট জেলায় নম্বার বিহীন গাড়ী চলতেছে, ট্রাফিক পুলিশরা যদি নম্বার বিহীন সিএনজি গাড়ীর দিখে নজর দিন তবে সেটা কমে আসবে।অটোরিকশার এমন নৈরাজ্য প্রতিরোধে ট্রাফিক বিভাগের তৎপরতাও তেমন একটা চোখে পড়ে না বলে যাত্রীদের অভিযোগ। তবে ট্রাফিক পুলিশ বলছে-এ নৈরাজ্য বন্ধে তাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই।
당신을 위한 최고의 한국 온라인카지노 사이트는 당신에게 안전하고 안전한 게임 환경을 제공할 수 있어야 합니다. 온라인 카지노에서는 SSL 암호화를 사용하는 것이 중요하지만 보안 뱅킹 서비스와 항상 공정한 게임을 제공할 수 있는 신뢰할 수 있는 소프트웨어 제공업체도 제공해야 합니다. 우리는 또한 신뢰할 수 있는 규제 기관으로부터 매우 존경받는 도박 라이선스를 보유하고 있습니다. 예전에는 이용하는 회원분들께서 내가 이용하는 사이트가 안전한지 또는 안전한 사이트는 어디에 있는지 알아볼 수 있는 루트가 다양하지 않았습니다. 업체들도 너무나 많이 생겨나고 있고 그로인해 유저들에게 먹튀피해를 입히는 악질업체들도 많이 발생되고 있습니다. 인터넷이 발전했고 유저들도 먹튀검증이라는 카테고리와 업체들을 통해서 피해사고를 예방할 수 있는 정보력 바카라 또한 발전하였습니다.
ReplyDelete